অগ্নিকান্ডকে নাশকতা বললে উপযুক্ত প্রমাণ দিতে হবে

-জি এম কাদের

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) দোষারোপের রাজনীতি পছন্দ করে না দাবি করে দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, 'অগ্নিকান্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই, আর যেন অগ্নিকান্ডের ঘটনা না ঘটে। অগ্নিকান্ড ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।' বুধবার দুপুরে রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে সংবাদ মাধ্যমের সঙ্গে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান। জিএম কাদের বলেন, শোনা যায় প্রতিদিন বিদু্যতের রেকর্ড উৎপাদন হচ্ছে। প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদু্যতের লোডশেডিং কেন? বিদু্যতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই বিদু্যৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? বিদু্যতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে অভিযোগ তুলে বিরোধী দলীয় উপনেতা বলেন, বিদু্যতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদু্যৎ না পেলে রেকর্ড দিয়ে কোনো লাভ হবে না।' তিনি বলেন, 'দেশের বেশিরভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্ন-মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নিম্ন-মধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।'