অলি আহম্মেদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
এলডিপির চেয়ারম্যান কনের্ল অলি আহম্মেদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মাদারীপুর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পুলিশের বাধার কারণে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশ সম্পূণর্ করতে পারেনি আয়োজকরা। পরে শহরের চৌরাস্তা এলাকায় কমর্সূচি পালন করে আয়োজকরা। তারা জানান, কুমিল্লার চান্দিনায় এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কনের্ল অলি আহম্মেদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছিলেন। পুলিশি বাধার কারণে তারা তাদের কমর্সূচি পালন পূবর্ নিধাির্রত স্থানে পালন করতে পারেননি। তারা কনের্ল অলি আহম্মেদের ওপর হামলার প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন এলডিপি জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, এলডিপি নেতা মো. রঞ্জু আহম্মেদ, আশিস কুমার সরকার প্রমুখ। , শহিদুল ইসলাম, মো. পান্নু খান প্রমুখ। এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।