সহজ পদ্ধতিতে মাছ ধরতে ‘ধিয়াল’

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
ধিয়াল নিয়ে হাটে যাচ্ছেন বিক্রেতা
বষার্ মৌসুম শুরুতেই সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী, তাড়াশ, রায়গঞ্জ উপজেলাসহ চলনবিল এলাকার নানা প্রজাতির দেশি জাতের মাছের বিচরণ বাড়ছে। এসব মাছ সহজপদ্ধিতে ধরতে বঁাশের তৈরি ধিয়াল কেনার এখন ধুম পড়েছে। দেশি প্রজাতির ছোটোবড়ো বিভিন্ন প্রকার মাছ ধরার জন্য ব্যবহার করা হচ্ছে বঁাশের তৈরি এই বিশেষ ফঁাদ। সহজ পদ্ধিতে মাছ ধরার এ ফঁাদ ধিয়াল নামে পরিচিত। গ্রামাঞ্চলে মাছ ধরার সবচেয়ে আদি উপকরণ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে। বষার্ মৌসুম শুরু থেকে গ্রামাঞ্চলের খাল-বিল ও নদী-নালায় ধিয়াল দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। যা চলতে থাকে ভাদ্র-আশ্বিন মাস পযর্ন্ত। তাই এসব অঞ্চলের হাটবাজারে মাছ ধরার উপকরণ হিসেবে প্রতিদিন বিক্রি হচ্ছে বঁাশের তৈরি হাজার হাজার এ ধিয়াল। জেলার কাজিপুর, চৌহালী, তাড়াশ, রায়গঞ্জ উপজেলাসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন হাট-বাজার ছাড়াও বিভিন্নস্থানে এ ধিয়ালের বিক্রি বেড়েছে। কাজিপুর উপজেলার মেগাই ঘাটে গিয়ে দেখা যায়, সেখানে ধিয়াল ছাড়াও মাছ ধরার বিভিন্ন প্রকার উপকরণ বিক্রির বিরাট হাট গড়ে উঠেছে। মেগাই ঘাটটি যমুনা নদীর তীরবতীর্ অঞ্চলের মাছের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে মাছ ধরার উপকরণসহ মাছ ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে নিয়ে জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকেন।