ধুনটে সংখ্যালঘু জেলে পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনটে টেংরাখালি সরকারি জলমহালের অবৈধ ইজারা বাতিল সংখ্যালঘু জেলে পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কমর্সূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে চৌকিবাড়ি ইউনিয়নের টেংরাখালি জলমহালের তীরে শতাধিক জেলে পরিবারের নারী-পুরুষ ওই মানববন্ধন কমর্সূচি পালন করে। মানববন্ধন কমর্সূচিতে টেংরাখালি মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলরাম হাওয়ালদার বলেন, তারা পেশায় নিবন্ধিত শতাধিক জেলে পরিবার মৎস্য আহরণ করে জীবিকা নিবার্হ করেন। টেংরাখালি জলমহালটি তাদের জীবিকার আশ্রয়ের একমাত্র কেন্দ্র। কিন্তু জলমহালটি নিয়ে একটি প্রভাবশালী মহল ৮-১০ বছর যাবত অবৈধভাবে ভোগ দখল করছে এবং তাদের জেলেদের ওপর নানারকম নিযার্তন করছে। তাই এ বিষয়ে তারা সংখ্যালঘু মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যরা প্রশাসনের ঊধ্বর্তন কতৃর্পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।