শ্রীনগরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা উদ্বোধন

প্রকাশ | ০৩ মে ২০২৩, ০০:০০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল -যাযাদি
শ্রীনগরে ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের বস্নক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধানকাটা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার কামারখোলা এলাকায় এর উদ্বোধন করা হয়। শ্রীনগর ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ, এডিসি আব্দুল কাদির মিয়া, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, এসি ল্যান্ড আবু বকর সিদ্দিক, ওসি (তদন্ত) কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান প্রমুখ।