বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসের নামে অর্থ আদায় ৪ জন গ্রেপ্তার

প্রকাশ | ০৩ মে ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার, বগুড়া ও ধুনট প্রতিনিধি
এসএসসি'র প্রশ্নপত্র ফাঁসের নাম করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় বগুড়া ডিবি পুলিশ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবিব (২০) ও আব্দুল মোমিন (২০)। বগুড়ার ধুনট উপজেলার জোড়খালি হাফেজখানা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে সোমবার বগুড়া জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রতারকদের কর্মকান্ড তুলে ধরেন। রোববার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের কাছে গ্রেপ্তাররা জানায়, তারা ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি পেজ খুলে প্রশ্নপত্র নিতে আগ্রহীদের ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে হোয়াটস অ্যাপে যুক্ত করে টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেওয়া হয়। তারা বিগত বিভিন্ন সময়ের প্রশ্নপত্র সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে 'এসএসসি'র ফাঁস' হওয়া প্রশ্নপত্র তৈরি করত। এ ব্যাপারে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে।