'উন্নয়নের ধারাবাহিকতা চাইলে নৌকার কোনো বিকল্প নেই'

প্রকাশ | ২৬ মে ২০২৩, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রমাণ সারা দেশের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। সেজন্য স্কুলের ভবনগুলো আধুনিকায়ন নতুন করে নির্মাণ করা হচ্ছে। শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, সব ক্ষেত্রে উন্নয়ন ঘটাচ্ছে বর্তমান সরকার। তাই আগামীতেও এই উন্নয়ন দেখতে চাইলে নৌকার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম শামছুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, ইউএনও তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মুশতাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।