মাদকসেবীসহ আটক ৮৯

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৯ জনকে আটক করেছে। স্টাফ রিপোটার্র, প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : সাতক্ষীরা :সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৫৮ জনকে গ্র্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পযর্ন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্র্রেপ্তার করা হয়। এ সময় ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গঁাজা উদ্ধার করে পুলিশ। সীতাকুÐ (চট্টগ্রাম) :সীতাকুÐে ৩শ পিস ইয়াবাসহ মো. শফি উল্ল্যাহ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ঘোড়ামারা এলাকা থেকে তাকে আটক করা হয়। শফি উল্ল্যাহ কক্সবাজার জেলার উখিয়া থানার টেংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহাম্মদের পুত্র। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার গভীর রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের জমাদারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বাজিতপুর (কিশোরগঞ্জ) :বাজিতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কুকরারাই গ্রামের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি পরান মিয়াকে গ্র্রেপ্তার করেছে। এছাড়া দীঘিরপাড় ইউনিয়নের মানিক মিয়ার ছেলে কাজল মিয়াকে ৪৫ পিস ইয়াবা, কুকরারাই গ্রামের মৃত আ. রহমানের ছেলে ছাবু, পারকুচয়া গ্রামের আলী হোসেনের ছেলে আরশ আলী, কুকরারাই গ্রামের ইউসুফ আলীর ছেলে রইছ মিয়া, একই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আলী হোসেনকে গ্র্রেপ্তার করার পর দুপুরে পুলিশ কিশোরগঞ্জ কোটের্ চালান দিয়েছে। কালীগঞ্জ (গাজীপুর) :গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ১৮ আসামিকে আটক করা হয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযানে ৮৩টি ওয়ারেন্টের নিষ্পত্তি হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবস্থিত ভিআইপি রেস্টুরেন্ট ‘হাইওয়ে ইন’ হোটেলে রোববার ভোরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই কমর্চারীকে আটক করেছে র‌্যাব। এছাড়া শনিবার ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আলমগীর চট্টগ্রামের সীতাকুÐ উপজেলার উত্তর রহমতনগরের আবুল বশরের ছেলে।