নৌকার প্রাথীের্ক অবাঞ্ছিত ঘোষণা বেলকুচি আ’লীগের

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রাথীর্ মোহাম্মদ আলী আকন্দকে অবাঞ্ছিত ঘোষণা করল তৃণমূল আ’লীগ। শনিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার চালাস্থ উপজেলা আওয়ামী লীগ কাযার্লয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এমন ঘোষণা দেন? এ সময় তৃণমূল নেতাদের ভোটে নিবাির্চত সাজ্জাদুল হক রেজাকে চ‚ড়ান্ত মনোনয়ন দেয়ার দাবীও জানান তৃণমূল নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল নেতাকমীর্রা ভোট দিয়ে সাজ্জাদুল হক রেজাকে নিবাির্চত করেছেন। প্রাথমিক ভোটে রেজা বিজয়ী হবার পর থেকে নেতাকমীের্দর মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছিল। কিন্তু সবাইকে হতাশ করে মাত্র ২১ ভোট পেয়ে তৃতীয় স্থান অজর্নকারী মোহাম্মদ আলী আকন্দকে মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন বাতিল করে রেজাকে চ‚ড়ান্তভাবে নৌকা প্রতীক দেয়ার দাবীতে বিক্ষুব্ধ নেতাকমীর্সহ জনগণ রাস্তায় নেমেছে। অবিলম্বে মোহাম্মদ আলী আকন্দের মনোনয়ন বাতিল করে রেজাকে চ‚ড়ান্তভাবে নৌকা প্রতীক বরাদ্দের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দেলখোশ আলী প্রামাণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজল হক খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামাণিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রাং, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর বদর উদ্দিন মÐল, ফজলুর রহমান ফজল প্রমুখ।