মহেশপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি
ঝিনাইদহের মহেশপুরে 'তামাক নয়, খাদ্য ফলান' এই প্রতিপাদ্যে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবিতে অবস্থান কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 'বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট' এর সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) বাস্তবায়নে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বস্থ্য কমপেস্নস্কের আরএমও ডা. হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সম্পাদক এনামূল হক দুলু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল, অতিক্রম মহিলা সমিতির সুফিয়া বেগম, রুপালী মহিলা সমিতির রওশনারা বেগম, জাগ্রত মহিলা কল্যাণ সমিতির আম্বিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তামাক নয় খাদ্য ফলান বিষয়ের ওপর আলোচনা করেন ও সরকারের প্রতি তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির আহ্বান জানান।