মাগুরার শালিখায় চুকিনগর গঙ্গা ঘাটে শত বর্ষের ঐতিহ্যবাহী 'গঙ্গা পূজা' উপলক্ষে স্নান ও মেলায় পুণ্যার্থীদের ভিড় -যাযাদি
মাগুরার শালিখায় শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গঙ্গা পূজা উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চুকিনগর গঙ্গাঘাটে গঙ্গা স্নানে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমায়।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে এ পূজা, স্নান ও মেলা।
ভোর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তী জেলা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় গঙ্গা দেবীর পূজা ও আরাধনা এবং আরতীর মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী গঙ্গা
দেবীর পূজা। পুণ্যার্থীরা স্নান
শেষে গঙ্গা দেবীর স্তব ও আরাধনা সেরে বিভিন্ন দ্রব্য কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন।
মেলা কমিটির সম্পাদক সীতান
চন্দ্র বিশ্বাস জানান, এ বছর ১৫০ অধিক পূজা হয়েছে। আবহাওয়া
ভালো থাকায় বিভিন্ন এলাকা
থেকে পর্যাপ্ত পরিমাণে লোক
মেলায় এসেছেন।
মেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে সহযোগিতা করেছে।