কিশোরগঞ্জে হাওড়ে ভুট্টার দাম কম, কৃষকের মাথায় হাত

প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ ৬টি উপজেলায় এই বছর ভুট্টার বাম্পার ফলন হলেও কৃষকরা ভুট্টার দাম সঠিকভাবে পাচ্ছেন না। জানা যায়, এই ছয় উপজেলায় প্রতি মণ ভুট্টা ফলাতে গিয়ে কৃষকের ৮০০-৯০০ টাকা খরচ পড়েছে। কিন্তু কৃষক ওই দামেই ভুট্টা বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে। কৃষকরা সার, ডিজেল, কেরোসিন তেল দিয়ে নিজস্ব জমিতে চাষ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এর ফলে এই বছর লোকসান গুনতে হয়েছে কৃষকদের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর কৃষকরা ভুট্টা চাষ করে লাভবান হয়েছে ও ভুট্টা চাষের ফলে তাদের বাম্পার ফলন হয়েছে।