হাটহাজারীতে স্কেভেটরসহ দুটি ট্রাক জব্দ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীর শিকারপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমি থেকে মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করেছে Ñযাযাদি
হাটহাজারীর শিকারপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কৃষিজমি থেকে মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করেছে। সোমবার দুপুরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায়, একটি চক্র হাজী নেয়ামত আলী সড়ক সংলগ্ন লালাচন্দ্রা বিলের কৃষিজমির মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও রুহুল আমিন সেখানে অভিযান পরিচালনা করেন। টের পেয়ে জড়িতরা সেখান থেকে দ্রæত সটকে পড়েন। এ সময় মাটি কাটার একটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। ইউএনও রুহুল আমিন বলেন, ‘অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে একটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে।