ফেনীর সীমান্ত হাট ধমর্ঘটে অচল

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ফেনী প্রতিনিধি
ধমর্ঘটে অচল হয়ে পড়েছে ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ-ভারত সীমান্ত হাট। চতুথর্ সপ্তাহের মতো ধমর্ঘট পালন করছেন ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ-ভারত সীমান্ত হাটের ব্যবসায়ীরা। হাট ব্যবসায়ীরা জানান, টানা চার সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি হাট পরিচালনায় গঠিত দুই দেশের কমর্কতার্রা। তাদের দাবি, প্রতি মঙ্গলবার বসা এই হাটে উভয়দেশের ক্রেতাদের ২০০ ডলার পরিমাণ খরচ করার নিয়ম রয়েছে। এতে ভারতের বিক্রেতারা কোটি কোটি টাকার পণ্য বিক্রি করছে বাংলাদেশি ক্রেতাদের কাছে। কিন্তু ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নাগরিকদের বাংলাদেশি হাটে প্রবেশ করতে দিচ্ছে সীমিতভাবে। পাশাপাশি অল্প পরিমাণ পণ্য কিনতে বাধ্য করছে তাদের ক্রেতাদের। ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত।