আমতলী পৌরসভা নিবার্চন

বিনা প্রতিদ্ব›িদ্বতায় মতিয়ার রহমান মেয়র নিবাির্চত

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভা নিবার্চনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বতর্মান মেয়র মো. মতিয়ার রহমান মেয়র নিবাির্চত হয়েছেন। সোমবার বরগুনা জেলা রিটানির্ং অফিসার দিলীপ কুমার হাওলাদার তাকে বেসরকারিভাবে আমতলী পৌরসভার নিবাির্চত মেয়র ঘোষণা করেছেন। আমতলী নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি বরগুনার আমতলী পৌরসভা নিবার্চনের তফসিল ঘোষণা করে নিবার্চন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। আগামী ২৮ ফেব্রæয়ারি ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর্ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বতর্মান মেয়র মো. মতিয়ার রহমান, স্বতন্ত্র প্রাথীর্ মো. মোশাররফ হোসেন মাস্টার, চঁান গাজী ও একেএম জিল্লুর রহমান রুবেল মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার তিন স্বতন্ত্র প্রাথীর্ বতর্মান মেয়র মতিয়ার রহমানের উন্নয়ন ধারা অব্যাহত রাখা ও মানুষের সেবা করার সুযোগ দানে তারা মনোনয়নরপত্র প্রত্যাহার করে নেন। তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মো. মতিয়ার রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র নিবাির্চত হয়েছেন। সোমবার বরগুনা জেলা রিটানির্ং অফিসার দিলীপ কুমার হাওলাদার তাকে বে-সরকারিভাবে নিবাির্চত আমতলী পৌর মেয়র ঘোষণা করেছেন। আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নব নিবাির্চত পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, আমতলী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। নৌকা প্রতীকের প্রতি সম্মান রেখে তিন স্বতন্ত্র প্রাথীর্ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র নিবাির্চত হয়েছি। বরগুনা জেলা নিবার্চন অফিসার ও রিটানির্ং কমর্কতার্ দিলীপ কুমার হাওলাদার বলেন, আমতলী পৌরসভা নিবার্চনে মেয়র পদে তিন স্বতন্ত্র প্রাথীর্ মনোনয়নপত্র প্রত্যাহার করায় মো. মতিয়ার রহমানকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাির্চত মেয়র ঘোষণা করা হয়েছে।