টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নিবার্চন জমে উঠেছে

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্টাফ রিপোটার্র টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির কাযির্নবার্হী পরিষদের নিবার্চন জমে ওঠেছে। আগামী ২০ ফেব্রæয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে নিবার্চনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রাথীর্রা। বরাবরের মতো এবারও বার সমিতির ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৩৪ জন আইনজীবী প্রতিদ্ব›িদ্বতা করছেন। একটি হচ্ছে মহাজোট সমথির্ত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত আলো-নাছিম পরিষদ, অপরদিকে বিএনপি সমথির্ত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সাত্তার-মঈদুল পরিষদ। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আলো-নাছিম পরিষদের প্রতিদ্ব›দ্বী প্রাথীর্রা হচ্ছেন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান আলো, সহ-সভাপতি বংশী বিনোদ গোস্বামী ও হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন, লাইব্রেরি সম্পাদক হাফিজুর রহমান খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আকবর হোসেন রানা, ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র বিশ্বাস। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাত্তার-মঈদুল পরিষদের প্রতিদ্ব›দ্বী প্রাথীর্রা হচ্ছেন সভাপতি মোহাম্মদ আবদুস সাত্তার মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম শিশির, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক খান, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান মিয়া টিটু এবং ক্রীড়া সম্পাদক খন্দকার রুকুনুজ্জামান।