রাঙ্গামাটিতে আওয়ামী লীগের প্রাথীর্ ঘোষণা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্টাফ রিপোটার্র, রাঙ্গামাটি
নিবার্চন কমিশন ঘোষিত পঞ্চমবারের মতো দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নিবার্চনে রাঙ্গামাটির ১০টি উপজেলায় নিবার্চন অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নিবার্চনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নিবার্চনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় এবং আঞ্চলিক দলগুলো। ইতোমধ্যে রাঙ্গামাটির ১০টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় প্রাথীর্ চ‚ড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিএনপি রয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আর আঞ্চলিক দলগুলোর সমথির্ত প্রাথীর্রাও নড়েচড়ে বসেছেন। আওয়ামী লীগের দলীয় সূত্রমতে তাদের আটটি উপজেলায় যেসব প্রাথীর্ অংশ নিবেন তারা হলেন, রাঙ্গামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান রোমান, রাজস্থলী উপজেলায় উবাচ মামার্, কাপ্তাই উপজেলায় মফিজুল ইসলাম, কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী, লংগদু উপজেলায় বারেক সরকার, বরকল উপজেলায় সুবির চাকমা, জুরাছড়ি উপজেলায় রুপ কুমার চাকমা এবং বিলাইছড়ি উপজেলায় জয়সেন তংচঙ্গ্যা। বাঘাইছড়ি এবং নানিয়াচর উপজেলায় দলটি কোনো প্রাথীর্ থাকছে না। ধারণা করা হচ্ছে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আঞ্চলিক দল জেএসএস এমএন লারমা গ্রæপ আওয়ামী লীগ প্রাথীর্ বিজয়ে কাজ করেছে, হয়তো তাদের দুটি উপজেলা ছেড়ে দেয়া হতে পারে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া যদি অব্যাহত থাকে এবং মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ২০০৯ সালের উপজেলা নিবার্চনের মতো আওয়ামী লীগ কমপক্ষে ৬টি উপজেলায় জিতবে। নিবার্চনী তফসিল অনুযায়ী রাঙ্গামাটিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রæয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রæয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মাচর্।