মেঘনায় সড়কের বেহাল দশায় দুভোর্গ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মেঘনা উপজেলার সদর থেকে ভাটেরচর পযর্ন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক এখন মানুষের গলার কঁাটা হয়ে দঁাড়িয়েছে। পুরো রাস্তাটি ভাঙা এবং গতের্র কারণে চলাচলে বিঘœ ঘটছে। প্রতিনিয়ত যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই এলাকার কয়েক লাখ মানুষ। রাস্তাটি ৪ বার সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। সবের্শষ ডলি কনস্ট্রাকশন ২ কোটি ২৫ লাখ টাকার কাজ নিয়ে সংস্কার কাজটি শুরু করে মাঝ পথে বন্ধ রাখায় মানুষের দুভোর্গ বেড়ে গেছে। রাস্তার ওপরে পড়ে আছে ইট, বালু, পাথর। ফলে দুভোর্গ বেড়ে গেছে আরও কয়েক গুণ। এই রাস্তাটি উপজেলা মেঘনা হতে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে যাওয়ার একমাত্র রাস্তা। সড়কটি মেরামত করার জন্য ২ কোটি ২৫ লাখ টাকা চুক্তিতে ডলি কনস্ট্রাকশন কাজ পাওয়ার পরে প্রথম থেকেই ৭ জন শ্রমিক দিয়ে ধীরগতিতে কাজ করা শুরু করে। এক পযাের্য় কাজটি বন্ধ করে দেয়া হয়। প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, যে পরিমাণ টাকার চুক্তিতে কাজটি করার কথা ছিল, কাজে হাত দেয়ার পর আরও ২২ লাখ টাকার কাজ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত অথর্ বরাদ্দের জন্য উপজেলায় সমন্বয় কমিটির সভাতে সিদ্ধান্ত গৃহিত হয়।