বদলগাছীতে লক্ষ্যমাত্রার দ্বিগুণ গমের চাষ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বদলগাছী (নওগঁা) সংবাদদাতা
নওগঁার বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়ে ৭৮০ হেক্টর জমিতে বেশি গম চাষাবাদ হয়েছে। বদলগাছী উপজেলার মথুরাপুর, বালুভরা, আধাইপুর, পাহাড়পুর, মিঠাপুর কোলা, বিলাসবাড়ী ও বদলগাছী ইউনিয়নের মাঠ সরেজমিন ঘুরে পযার্প্ত পরিমাণ গম চাষের এই দৃশ্য দেখা গেছে। কোলা ইউনিয়নের কৃষক আজাহার আলী বলেন, বতর্মান ফসল উত্তোলনের সময় বাজারে ধানের দাম কম থাকায় ধান উৎপাদন করে খরচের টাকা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। বাজারে ধানের দামের থেকে গমের দাম বেশি থাকায় ও গম চাষে কম খরচ করে লাভ অনেক বেশি হওয়ায় এই উপজেলার কৃষকরা গম চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে। বদলগাছী ইউনিয়নের কৃষক জিল্লু খাজামুদ্দীন ও রহমত বলেন, আমরা গম চাষাবাদ প্রায় তুলে দিয়েছিলাম কিন্তু বতর্মান বাজারে ধানের দাম অনেক কম থাকায় আর গমের দাম বেশি থাকায় আমরা আবারও এ ফসলের দিকে ঝঁুকে পড়েছি ।