ত্রæটিপূণর্ পাইপলাইনে ধলেশ^রীতে নৌচলাচল বিঘিœত

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ধলেশ^রী নদীর তলদেশ দিয়ে ত্রæটিপূণর্ভাবে ওয়াশার পাইপলাইন বসানোর কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। জানা গেছে, লৌহজংয়ের জশলদিয়া পানি শোধনাগার থেকে পাইপলাইনের সাহায্যে রাজধানী ঢাকায় পানি নিতে ধলেশ^রী নদীর তলদেশে ত্রæটিপূণর্ভাবে পাইপলাইন বসানো হয়। তারা জানান, নদীর তলদেশ দিয়ে পাইপ না বসিয়ে নদীর তল থেকে ৪/৫ ফুট ওপর দিয়ে টানা হয়েছে। এতে করে ওই এলাকায় নদীতে চলাচলকারী বাল্কহেড ও ট্রলারের (ইঞ্জিন চালিত বোট) পাখা ভাঙাসহ নৌযানগুলোর তলা ফেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তিনি সরেজমিনে উক্ত এলাকা পরিদশর্ন করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে বিষয়টি জানিয়েছেন।