নকলায় টিফিনের টাকায় মাদ্রাসায় ফুলবাগান

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় টিফিনের টাকা বঁাচিয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলের বাগান করেছে এক মাদ্রাসার শিক্ষাথীর্রা। সোমবার দুপুরে উপজেলার বানেশ্বরদী ইউপির বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে সরেজমিনে দেখা যায়, ওই মাদ্রাসার শিক্ষাথীর্রা মাদ্রাসার খালি ও পরিত্যক্ত স্থানে বিভিন্ন জাত, রং ও ঘ্রাণের ফুলের চারা লাগাতে ব্যস্ত। তাদের রোপণ করা ফুলের চারাগুলোর মধ্যে গঁাদা, চন্দ্রমল্লিকা, জবা, গোলাপ, রজনিগন্ধা, দোপাটি, চামেলি, নয়নতারা, গন্ধরাজ উল্লেখযোগ্য। সপ্তম শ্রেণির শিক্ষাথীর্ মরিয়ম, শান্ত, বৃষ্টি, বিপ্লব, হ্যাপী, আসিফ, তারেক, হৃদয়, সজিবুর, জাকিয়া, সূচনা, রাজিফুল, ইভা, বিথী ও কাজল জানায়, তারা প্রত্যেকে প্রতিদিনের টিফিনের টাকা থেকে এক টাকা করে বঁাচিয়ে মাসে ২০ থেকে ২৫ টাকা দিয়ে ২/৩ টি ফুলের চারা কিনতে পারেন। তাদের মতে, সপ্তম শ্রেণির শিক্ষাথীর্রাই মাসে অন্তত ৫০০ টাকার গাছ রোপণ করতে পারবে। শিক্ষাথীের্দর এমন কাজে উদ্বুদ্ধ করেছেন ওই মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, সহসুপার মো. আখতারুজ্জামান।