পাথরঘাটায় উপজেলা নিবার্চনে সম্ভাব্য প্রাথীের্দর দৌড়ঝঁাপ!

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটায় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। পাথরঘাটা উপজেলা নিবার্চনে সক্রিয় আওয়ামী লীগ, নিষ্ক্রিয় বিএনপি! নিবার্চনে উপজেলা চেয়ারম্যান পদে একাধিক প্রাথীর্ দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝঁাপের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করতে চেষ্টা করছেন। বিশেষ করে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রাথীর্রা দলীয় মনোনয়ন ও প্রতীক পেতে সবোর্চ্চ চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি মাঠপযাের্য়র কমীর্-সমথর্ক ছাড়াও সাধারণ ভোটারদের কাছে নিজেদের ইমেজ বাড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেসবুকে স্ট্যাটাস, ব্যানার, ফেস্টুন, লিফলেট, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে প্রাথির্তার বিষয়ে জানান দিচ্ছেন সম্ভাব্য প্রাথীর্রা। নিবার্চনে নদীবেষ্টিত উপকূলীয় এলাকা পাথরঘাটাতে আওয়ামী লীগের প্রায় দুই ডজনেরও বেশি প্রাথীর্ হতে চান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৩টি পদে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের নাম আলোচনায় আসছে। এবার এই উপজেলায় চেয়ারম্যান পদে পাথরঘাটা উপজেলা পরিষদের বতর্মান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুর রহমান জুয়েল, সভাপতি আলমগীর হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাড. মজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম ও কালমেঘা ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান আকন মো. শহিদ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী। নিবার্চনে প্রাথির্তার বিষয়ে চেয়ারম্যান প্রাথীর্ মোস্তফা গোলাম কবির তার প্রতিক্রিয়ায় জানান, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, যোগাযোগব্যবস্থা ও পরিকল্পিত উন্নয়নকে এক ধাপ এগিয়ে নিতে আমি সমাজের একজন সেবক হিসেবে এ এলাকার জন্য কাজ করতে চাই।