ইজতেমাগামী গাড়ির দীঘর্ লাইন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
যানযাহন আটকে পড়ায় বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের দুভোর্গ Ñযাযাদি
বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার উদ্দেশে বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চল হতে ধমর্প্রাণ মুসল্লিরা রওনা হয়েছেন। তাদের বয়ে আনা বহু যানবাহন একযোগে আসতে শুরু করায় বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটের যানবাহনের দীঘর্ সিরিয়াল সৃষ্টি হচ্ছে। এতে করে মুসল্লিরাসহ সংশ্লিষ্ট সবাই দুভোের্গর শিকার হচ্ছেন। বিআইডবিøউটিসি ও ট্রাফিক পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে টঙ্গীতে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমায় যোগ দিতে যাওয়া মুসল্লিদের দৌলতদিয়া ঘাট দিয়ে নিবিের্ঘœ নদী পার করার লক্ষ্যে তাদের পূণর্ প্রস্তুতি রয়েছে। তবে বুধবার দুপুরের পর থেকে একযোগে বহু সংখ্যক গাড়ি আসতে থাকায় ঘাট এলাকায় মহাসড়কে সিরিয়ালের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় মুসল্লিদের দুভোর্গ কমাতে অপচনশীল পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ রেখে ইজতেমাগামী গাড়ি ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পার করা হচ্ছে। এতে করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পযর্ন্ত প্রায় ৩ কি.মিজুড়ে তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে। এরমধ্যে শতাধিক পণ্যবাহী যানবাহন রয়েছে। সরেজমিন দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় কথা হয়। এ সময় খুলনার ডুমুরিয়া উপজেলা হতে আসা মুফতি ফখরুল হাসান, মো. আবু জাফর, জিয়াউল ইসলাম, আব্দুল্লাহসহ কয়েকজন জানান, তারা কয়েকজনের একটি দল ইজতেমার উদ্দেশে আল্লাহর রাস্তায় বের হয়েছেন। এখানে এসে সিরিয়ালে আটকা পড়েছেন। দৌলতদিয়া ঘাটে কমর্রত রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জানান, ঘাট ও মহাসড়ক এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। অতিরিক্ত গাড়ির চাপে সিরিয়ালের সৃষ্টি হলেও মুসল্লিদের যাতে ভোগান্তি না হয় সেদিকে তারা বিশেষ নজর রাখছেন। বিআইডবিøউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি সচল আছে। ঘাট ও চ্যানেলেও কোনো সমস্যা নেই। আটকে থাকা যানবাহনগুলো হতে ইজতেমাগামী ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পার করা হচ্ছে।