সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিযোগিতা স্টাফ রিপোটার্র, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূবর্ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল কবির। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে¡ এবং সহকারী শিক্ষক আবদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক কমর্কতার্ উম্মে সালমা, উপজেলা রিসোসর্ কমর্কতার্ শাহজাহান ভ‚ইয়া, সহকারী উপজেলা শিক্ষা কমর্কতার্ মো. রবিউল আলম প্রমুখ। প্রকাশনা উৎসব কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জয়কলি প্রকাশনী ও বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ আয়োজনে উপাচাযর্ অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী রচিত ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ অধ্যাপক ড. শিরীণ আখতার। সামাজিক পুঁজি নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা সমাজতাত্তি¡ক মনোয়ারুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ ও ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের লেখক অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রশিক্ষণ কমর্শালা গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা এইচআইভি, এইডস ও যৌনরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোয়ালন্দের দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের হলরুমে বুধবার দুপুরে প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। ফকির আ. জব্বার কলেজের অধ্যক্ষ সুলতানউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমর্শালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক ডা. মাহজেবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শাকিল ইসলাম ও জানুমা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক একে মো. জালাল উদ্দিন মিয়া। মাদক বিরোধী সমাবেশ জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের আক্কেলপুরে মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিশাল সমাবেশ ও কনসাটর্ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিলকপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আক্কেলপুর উপজেলা নিবার্হী অফিসার সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হেনা মোস্তফা কামাল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মন্ডল, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর। বৃক্ষরোপণ কমর্সূচি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসন্ত বরণ করতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কমর্সূচি ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী মুড়াপাড়া বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু সুকুমার রায়, মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম প্রমুখ। শিল্প বন্ধু সম্মাননা স্টাফ রিপোটার্র, রাজবাড়ী রাজবাড়ীতে মঙ্গলবার রাতে শিল্প বন্ধু সম্মাননা ও নাটক মঞ্চস্থ হয়েছে। পিপলস থিয়েটার এসোসিয়েশন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত গোবিন্দ চন্দ্র ঘোষকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন স্ত্রী মুক্তি রানী ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী। সাহিত্য উৎসব নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় দুইদিনব্যাপী ২৩তম বসন্তকালীন সাহিত্য উৎসব বুধবার সকালে পাবলিক লাইব্রেরির বকুল তলায় বণার্ঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বণার্ঢ্য র‌্যালি, নৃত্য, ছড়া ও কবিতা পাঠ, স্মৃতিচারণ, আলোচনাসভা ও সাহিত্য পুরস্কার বিতরণ। এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান সাহিত্য পুরস্কার পেয়েছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ড. রফিক উল্লাহ খান এবং খ্যাতিমান কবি মারুফুল ইসলাম।