ফেনীতে এক আসামির সাজা খাটছেন আরেকজন!

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ফেনী প্রতিনিধি
ফেনীতে মনছুর আলম নামে সাজাপ্রাপ্ত এক আসামির হয়ে সাজা খাটছেন সাইফুল ইসলাম সোহেল নামে এক যুবক। বিষয়টি জানাজানি হওয়ায় পর আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে দু’জনের বিরুদ্ধে পৃথক মামলা করার নিদের্শ দিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। ফেনী জজর্ কোটের্র পিপি হাফেজ আহাম্মদ বলেন, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম মনছুর ও সোহেলের বিরুদ্ধে মামলা করতে আদালতের বেঞ্চ সহকারী গোলাপ হোসেনকে নিদের্শ দিয়েছেন। একইসঙ্গে সোহেলের পক্ষে জামিন আবেদন করা আইনজীবী সাব্বির আহমদকে ১৮ ফেব্রæয়ারির মধ্যে ব্যাখ্যা দেয়ার নিদের্শ দিয়েছেন। এ কাজে ব্যথর্ হলে আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিন ধাযর্ করা হবে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ আগস্ট মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক হয় মনছুর। একই বছরের ৩১ আগস্ট জামিনে মুক্তি নিয়ে পালিয়ে যান সে। এ মামলায় আদালত তাকে ২ বছরের কারাদÐ দেন। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে সোহেল মনছুর সেজে গত বছরের ২ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে ফেনীর আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। ১৮ দিন সাজা খাটার পর সোহেল জানায় সে প্রক্সি সাজা খাটছে।