ওসির মানবিকতায় বেঁচে গেলেন মা-ছেলেসহ ৩ জন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরে পুলিশের মানবিকতায় বেঁচে গেলেন সড়ক দুঘর্টনায় রাস্তায় পড়ে থাকা মা-ছেলেসহ ৩ জন। আহত ৩ অটোযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভতির্ করালেন বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে চিকিৎসার প্রয়োজনীয় অথর্ সাহায্য করে মানবিকতার পরিচয় দেন তিনি। আহতরা হলেন- কাহারোল উপজেলার ঢিপিগুড়া গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী মোছা. জুলুফা খাতুন (৩৪), একই গ্রামের মো. রেজাউল ইসলামের স্ত্রী মোছা. নাসরিন বেগম (৩০) এবং ছেলে মো. নাফিস (০২)। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ পিকআপ নিয়ে মামলাসংক্রান্ত কাজে দিনাজপুর পুলিশ সুপারের কাযার্লয়ে যাচ্ছিলেন ওসি সাকিলা পারভিন। পথে কাহারোল উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তা বাণিজ্যিক খামারের সামনে দুই অটোর মুখোমুখি সংঘষের্ আহত রক্তাক্ত ৩ যাত্রী পড়ে থাকতে দেখেন তিনি। এ ঘটনায় তিনি নিজেই আহতদের গাড়িতে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে চিকিৎসার প্রয়োজনীয় অথর্ সাহায্য প্রদান এবং দুঘর্টনার বিষয়টি আহতদের পরিবারকে অবহিত করেন। এ ব্যাপারে সাকিলা পারভিন জানান, ঘটনাটি তার থানার মধ্যে পড়ে না। তবু তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রæত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটি তার দায়বদ্ধতা থেকেই করেছেন।