দশমিনায় নিবার্চনের মাঠ সরগরম

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পঞ্চম উপজেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলার রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। নিবার্চন সামনে রেখে সভা-সমাবেশসহ দলগুলোর বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নিবার্চনী এলাকায় সরব রয়েছেন আওয়ামী লীগ প্রাথীর্রা। দলীয় মনোনয়ন পেতে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন তারা। নিবার্চনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রাথীর্ দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝঁাপের পাশাপাশি ঢাকায় গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মনোনয়নপ্রত্যাশী প্রাথীের্দর বতর্মান অবস্থান ঢাকা। পাশাপাশি মাঠপযাের্য়র কমীর্-সমথর্ক ছাড়াও সাধারণ ভোটারদের কাছে নিজেদের ইমেজ বাড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফেসবুকে স্ট্যাটাস, ব্যানার, ফেস্টুন, লিফলেট, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে প্রাথির্তার বিষয়ে জানান দিচ্ছেন সম্ভাব্য ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী প্রাথীর্রা। দলীয় মনোনয়নের মতো সোনার হরিণ পেতে নিঘুর্ম রাত পার করছেন প্রাথীর্রা। দলীয় সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলা থেকে নৌকা প্রতীক পাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের সভাপতির ঢাকার ধানমÐির রাজনৈতিক কাযার্লয় থেকে মোট ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন দশমিনা উপজেলা পরিষদের বতর্মান চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগে নেতা অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত, দশমিনা উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিকদার গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজি আবু বক্কর, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নাইম মো. বশির, উপজেলা আ’লীগের সহসভাপতি এম এ বসার ডাবলু ও দশমিনা সদর ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, এই ৭ জনের মধ্যে কমর্, সততা ও জনপ্রিয়তাসহ সকল জরিপে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত।