নৌকার মাঝি হতে চান প্রবীণ নেতা রাফিউদ্দিন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্টাফ রিপোটার্র, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ। নিবার্চন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মাচর্ এই উপজেলায় নিবার্চন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেঁাজ নিয়ে জানা গেছে, মতামতের ভিত্তিতে নাসিরনগর উপজেলা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাফিউদ্দিন, বতর্মান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সরকার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক শরীফুজ্জামানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে কেন্দ্রে নাম পাঠানোর পর থেকেই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নকালেই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ২৭ বছর ধরে তিনি সফলতার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দলীয় কমর্কাÐের পাশাপাশি এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কমর্কাÐে ভ‚মিকা রাখছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ বলেন, দীঘর্ ৪৬ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। কোনো নিবার্চনে প্রাথীর্ হইনি। কিন্তু এবার তৃণমূল নেতা-কমীের্দর অনুরোধে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রাথীর্ হয়েছি।