শ্রীনগরে ইউএনওর কাছে চঁাদা দাবি ও প্রাণনাশের হুমকি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
পূবর্ বাংলা সবর্হারা পাটির্র প্রধান পরিচয়ে শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে মোবাইল ফোনে চঁাদাদাবি করে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও পরে উপজেলা নিবার্হী অফিসার মো. জাহিদুল ইসলামের মোবাইল নাম্বারেও কল করে চঁাদাদাবি করা হয়। চঁাদা না দিলে তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, পূবর্ বাংলা সবর্হারা পাটির্র প্রধান পরিচয়ে সরকারি ওই দুই কমর্কতার্র মোবাইল ফোন নাম্বারে কল করে চঁাদাদাবি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার নিগার সুলতানার মোবাইল নাম্বারে ০১৯০২৪১৫৬৮১ নাম্বার থেকে কল করে চঁাদাদাবি করে। চঁাদা না দিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর উপজেলার নিবার্হী অফিসার মো. জাহিদুল ইসলামের মোবাইল নাম্বারে আরেকটি পৃথক মোবাইল নাম্বার থেকে কল করে চঁাদা চেয়ে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় বিকালে উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ের সিএ আমিনুল ইসলাম শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন।