দিরাইয়ে যাতায়াতের ব্রিজটি যেন মরণফঁাদ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে ঝুঁকিপূণর্ ব্রিজ Ñযাযাদি
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শত শত মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র ব্রিজটি যেন মরণফঁাদ। উপজেলার সাকিতপুর গ্রামসংলগ্ন ঢালা খালের উপর অধর্ শতকের বেশি পুরনো ব্রিজটির অবস্থা নাজেহাল। ভেঙে গেছে অনেক অংশ, দেবেও গেছে অনেকটা। ব্রিজের ঢালাই খসে এখন মরণফঁাদে পরিণত হয়েছে। প্রতিদিনই ছোটবড় দুঘর্টনার শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয় সাকিতপুর গ্রামের বাসিন্দা খলু মিয়া সরদার বলেন, ব্রিজটি সংস্কারের জন্য আমরা একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলজিইডি বিভাগকে জানিয়েছি। কিন্তু এখন পযর্ন্ত ব্রিজটি সংস্কার বা পুননির্মার্ণ করা হয়নি। ব্রিজটি ঝুঁকিপূণর্ হওয়া সত্তে¡¡ও প্রতিদিন ইউনিয়নের ছাত্র-ছাত্রীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করছে। তিনি আরও জানান, এলাকাবাসীর উপজেলা সদরের যাতায়াতের একমাত্র ওই ব্রিজটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা না হলে যেকোনো সময় বড় কোনো দুঘর্টনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার জানান বহু আগে নিমির্ত ব্রিজটি বতর্মানে ঝুঁকিপূণর্ অবস্থায় রয়েছে, ব্রিজটি ভেঙে পুননির্মাের্ণর জন্য উপজেলা নিবার্হী কমর্কতার্ ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, ব্রিজটি ঝুঁকিপূণর্ হিসেবে অবগত রয়েছি। খুব শিগগিরই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নিমাের্ণর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নিবার্হী কমর্কতার্ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান ইতোমধ্যে আমরা ঝুঁকিপূণর্ ব্রিজটি পরিদশর্ন করেছি, ব্রিজটি পুননির্মাের্ণর ব্যবস্থা নেয়া হচ্ছে।