মধুপুরে ছিনতাইকারী আটক গাড়িতে আগুন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় গারোবাজার-পোড়াবাড়ী সড়কের সিংহচালা নামক স্থানের পাকা রাস্তার ওপর তাদেরকে আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। আটককৃতরা হলো জামালপুরের শাহআলম (৩২), আজমত আলী (২৮) এবং শেরপুরের আবুল হোসেন (৩৬)। মধুপুর থানা পুলিশ তাদের ফুলবাড়ীয়া থানা পুলিশকে হস্তান্তর করেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানায় মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদশীর্রা জানান, অপহরণকারী সন্দেহে তাদের গাড়িটিকে গারোবাজার এলাকায় আটকানোর চেষ্টা করে জনতা। পরে কয়েকজন মিলে মোটরসাইকেল নিয়ে গাড়ির পিছু নিলে মধুপুরের সিংহচালা নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়। এ সময় গাড়ির ভিতরে থাকা সন্দেহজনক অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে একজনকে আটক করেন এলাকাবাসী। এ সময় গাড়ির ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মৃত জব্বার চেয়ারম্যানের ছেলে আ. রাজ্জাক গুরুতর আহত হন। এ ছাড়াও এ ঘটনায় ১০ জনের অধিক লোক আহত হয়েছেন। স্থানীয় জামাল হোসেন জানান, পুলিশ প্রশাসনের কাছে খবর পেঁৗছালে পাশ্বর্বতীর্ ঘাটাইল ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। মধুপুর থানার অফিসার ইনচাজর্ শফিকুল ইসলাম জানান, একজনকে ঘটনাস্থল থেকে আটক করে এলাকাবাসী। অপর দুইজনকে অভিযান চালিয়ে আটক করা হয়। আসামিদের ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।