রংপুরে আরসিসিআই স্কুলে দিনভর পিঠা উৎসব

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনভর পিঠা উৎসব পালিত হয়েছে। শুক্রবার শিক্ষাথীর্রা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ পিঠা উৎসবের আয়োজন করে। স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলিক পরিচালক প্রফেসর ড. এ, কে এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর (অব.) মুহাম্মদ আব্দুল জলিল ও রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন। দিনব্যাপী পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির ছিল শিক্ষাথীর্রা। স্টলগুলো ঘুরে দেখা গেল বাঙালি ঐতিহ্যের নানারকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিআনা পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, বো টাই পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী পাটিসাপটা, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার। উৎসবে শিক্ষাথীের্দর ১৮টি স্টলের পিঠার সমাহার যেমন ঠিক তেমনি স্টলের নামের দেখা গেছে বৈচিত্র্য। বাবা-মার সঙ্গে দলে দলে শিক্ষাথীর্রা আসে আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে। উৎসবে আসা অভিভাবক ও শিক্ষাথীর্রা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা উৎসবে প্রচুর অভিভাবক ও শিক্ষাথীর্র সমাগমে উৎসব অঙ্গন প্রাণচাঞ্চল্য পায়।