সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিযোগিতা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের বাষির্ক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্ব¡রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম চঁাপার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিহির কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদস্যসচিব নাজিমুল হুদা খন্দকার। প্রশিক্ষণ ক্যাম্প স্টাফ রিপোটার্র, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সিতানগর এলাকায় শিশু কিশোর সংগঠন “শিশু নাট্যম” এর উদ্যোগে তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভঁূইয়া। শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চারুকলা প্রশিক্ষক দীপ্ত মোদক। শিক্ষাথীের্দর বিতরণ স্টাফ রিপোটার্র, টাঙ্গাইল টাঙ্গাইলে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষাথীের্দর মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদসংলগ্ন বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ স্কুলের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন। কমিটির সভা দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা দিরাইয়ে কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেবের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই থানার অফিসার ইনচাজর্ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা যুব উন্নয়ন কমর্কতার্ মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ দেলোয়ার হোসেন প্রমুখ। সোলার প্যানেল বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর কমর্সূচির আওতায় ৪২ জনের মধ্যে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরভবনে এ সোলার প্যানেল বিতরণ করা হয়। রামগড় পৌরসভার মেয়র মোহাম্মাদ শাহজাহান কাজী রিপনের সভাপতিত্বে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নিবার্হী অফিসার উম্মে ইসরাত। এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মো. রিয়াজ হোসেন, পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, পৌরসভার কাউন্সিলর আবুল বশর প্রমুখ। ভবন উদ্বোধন কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনিমির্ত ভবন বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি তিনতলা বিশিষ্ট নবনিমির্ত ভবনটি উদ্বোধন করেন। পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোসা. সামসুন্নাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। বিদায় সংবধর্না বেলাব (নরসিংদী) সংবাদদাতা নরসিংদীর বেলাবো উপজেলার নিবার্হী অফিসার উম্মে হাবীবাকে বদলীজনিত কারণে বিদায় সংবধর্না দিয়েছে সরকারি বেসরকারি কমর্কতার্ কমর্চারী ও সুধীজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা হলরুমে ও অফিসাসর্ ক্লাবে এ সংবধর্না দেয়া হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব, আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভ‚ঁইয়া রিটন, বেলাব থানা অফিসার ইনচাজর্ জাবেদ মাহামুদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সদর ইউপি চেয়ারম্যান গোলাফ মিয়া প্রমুখ। কৃষকদের প্রশিক্ষণ বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মোরশেদ চৌধুরী প্রধান অতিথি থেকে কৃষক প্রশিক্ষণে বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন বাজিতপুর সহাকারী কমিশনার ভ‚মি তাহমিনা আক্তার রেইনা, উপজেলা কৃষি কমর্কতার্ এবিএম রকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মাজেদুল হক সজিব। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পিরিজপুর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল জুয়েল। ক্রীড়া প্রতিযোগিতা এনায়েতপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের এনায়েতপুরের আইসিএল স্কুলের বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে আইসিএল স্কুলের ৮শতাধিক কোমলমতি শিক্ষাথীর্ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নিবার্হী কমর্কতার্ মুহা. আবু তাহির, থানার ওসি মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ প্রমুখ। বিনামূল্যে চক্ষুশিবির সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সদরপুরে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন্যবাপী সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গিয়াস উদ্দিন খান কলেজ কাযার্লয়ে বেসরকারি প্রতিষ্ঠান হাজেরা আফসার ও রিজিয়া ইমাম ফাইন্ডেশনের উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ওই কলেজ ম্যানিজিং কমিটির সভাপতি নাজমুল হাসান শাহজাহানের সভাপতিত্বে চক্ষুশিবিরের কাযর্ক্রম বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. বারেক বিশ্বাস, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমীন প্রমুখ। সভা অনুষ্ঠিত লালপুর (নাটোর) সংবাদদাতা নাটোরের লালপুর উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (কালব)-এর ৯ম বাষির্ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার গোপালপুর আদশর্ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (কালব)-এর ভাইস-চেয়ারম্যান ও ওই কলেজের অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাল্বের ‘খ’ অঞ্চলের ডিরেক্টর কতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী, কাল্বের চেয়ারম্যান শেখ মুতর্জা আলী, কালবের নাটোর জেলা প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান প্রমুখ। খেলনা বিতরণ রংপুর প্রতিনিধি শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণের মধ্যদিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টানর্ চিকিৎসক পরিষদ। শিশুদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতেই বৃহস্পতিবার বিকালে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা নিতে যাওয়া শিশুদের মাঝে ওইসব খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নূর ইসলাম, হাসপাতাল পরিচালক ডা. অজয় কুমার রায়, ডা. বিকাশ মজুমদার, ডা. আব্দুলহাই সিদ্দিকি সোহাগ, ডা. আবরার লাবিব জিসান। বøক বাটিক প্রশিক্ষণ টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় লোকাল গভনের্মন্ট সাপোটর্ প্রজেট (এলজিএসপি-৩) দুঃস্থ অসহায় নারীদের বøক-বাটিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাছ চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কমর্কতা হাসিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন যশলং ইউপি সচিব তানিয়া ইসলাম, এলজিএসপি-৩ এর প্রশিক্ষক আফরোজা নূপুর, ইউপি সদস্য পিয়ার হোসেন, ইসমাইল খান প্রমুখ। চিকিৎসায় অনুদান রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদতা ল²ীপুরের রামগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. হারিছ মিয়াকে চিকিৎসা অনুদান প্রদান করা হয়। পৌর কৃষকলীগের সভাপতি ও প্রবাসী আবুল ফয়েজের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিকিৎসা অনুদান অসুস্থ হারিছ মিয়ার স্বজনের হাতে তুলে দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টার, সাধারণ সম্পাদক ডা. মাইন উদ্দিন মানিক, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব প্রমুখ।