খঁুটির বদলে বঁাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দুপচঁাচিয়া (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার দুপচঁাচিয়ার তালোড়া পৌর এলাকার মেঘা মহল্লায় প্রবেশ পথে রাস্তার এক পাশে দুই খঁুটির উপর বিদ্যুতের ট্রান্সফমার্। ট্রান্সফমাের্রর নিচ থেকে শতাধিক তার লাগিয়ে বঁাশের খুঁটিতে ঝুলিয়ে তারগুলো মহল্লার বিভিন্ন বাড়িতে সংযোগ দেয়া হয়েছে। জরাজীণর্ বিদ্যুতের তারে যে কোনো মুহূতর্ দুঘর্টনার আশংকা নিয়ে যাতায়াত করেন মহল্লার লোকজন। বিদ্যুৎ বিভাগে ধরনা দিয়েও ২০ বছরে জোটেনি বিদ্যুতের খঁুটি। খেঁাজ নিয়ে জানা যায়, তালোড়া বাজার থেকে তিন কিলোমিটার দূরেই রেললাইনের উত্তর পাশেই মেঘা মহল্লা। প্রায় ২০ বছর আগে মেঘা মহল্লার রাস্তার পাশে দুইটি খঁুটির ওপর বসানো হয়েছে ট্রান্সফমাির্ট। মহল্লার ভেতরে প্রায় ৩০০ মিটার পযর্ন্ত বঁাশের খুঁটি দিয়ে শতাধিক তার ঝুলে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। সেচপাম্পের মালিক বাহালুল হোসেন বলেন, ‘প্রায় ১৮-২০ বছর আগে গ্রামের ঢোকার মুখে ট্রান্সফমার্ বসানো হয় এবং গ্রামের মধ্যে সিমেন্টের খঁুটিও দেয়ার কথা ছিল। কিন্তু তা না দেওয়ায় বঁাশের খুঁটিতে তার ঝুলে নিয়ে সেচ পাম্পের সংযোগ দেয়া হয়েছে। সিমেন্টের স্থায়ী খঁুটির জন্য প্রতি বছরই বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়। কিন্তু আজ পযর্ন্ত স্থায়ী সিমেন্টের খঁুটি পাওয়া যায়নি। দুপচঁাচিয়া বিদ্যুৎ উন্নয়ন বোডের্র বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘এ রকম কয়েকটি স্থানে খঁুটির জন্য বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি। তবে এবার প্রকল্পের কাজ চলছে খুব শিগগিরই খঁুটির ব্যবস্থা করা হবে।’ টেকনাফ