গ্রামকে শহরে রূপান্তর করা হবে:বস্ত্রমন্ত্রী

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার জন্য একটি মহাপ্রকল্প গ্রহণ করেছেন। শহরের মানুষ যে সব সুযোগ-সুবিধা পায়, সে সব সুযোগ-সুবিধা গ্রামের মানুষ পাবে। আর এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকারি কমর্কতার্ ও জনপ্রতিনিধিদের প্রতি কাজ করার আহŸান জানান। উপজেলা পরিষদের সাধারণ সভা ও নবযোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসারের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেনÑ উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জমান, মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মোহাম্মদ আব্দুল হক, প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ আবেদ আলী, কৃষি কমর্কতার্ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, তোফায়েল আহমেদ আলমাছ, আলমগীর হোসেন টিটু, ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া প্রমুখ।