গোবরা ¯øুইস গেট ধসে আতঙ্কে এলাকাবাসী

লোকালয়ে পানি ঢোকায় নিঘুর্ম রাত পার। আর এ সমস্যার জন্য পাউবোকে সিংহভাগ দায়ী করছেন।

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

আতিয়ার রহমান, খুলনা অফিস
খুলনা কয়রা উপজেলার কয়রা-গোবরা সড়কে কপোতাক্ষ নদের উপর অবস্থিত গোবরা ¯øুইস গেটটি গত শনিবার রাতে ধসে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাশ্রমে পানি আটকানো সম্ভব হলেও যেকোনো সময় ¯øুইস গেট ও তার পাশ্বর্বতীর্ স্থান পুনরায় ভেঙে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। আর এ সমস্যার জন্য পানি উন্নয়ন বোডের্কই সিংহভাগ দায়ী করছে তারা। স্থানীয়রা জানান, অবিরাম বষের্ণ ও কপোতাক্ষ নদের জোয়ারের অতিরিক্ত পানির চাপে গত ২৮ জুন রাতে উপজেলা সদর থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে কয়রা-গোবরা সড়কে কপোতাক্ষ নদের উপর অবস্থিত গোবরা ¯øুইস গেটটির অধিকাংশ ধসে যাওয়ায় এলাকাটি প্রচÐ ঝঁুকিপূণর্ হয়ে পড়ে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোডর্ কোনো ব্যবস্থা না নেয়ায় ¯øুইস গেটটি ধসে গিয়ে কপোতাক্ষ নদের লোনা পানি লোকালয়ে প্রবেশ করে। এদিকে কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন, এলাকায় মাইকিং করে প্রায় সহ¯্রাধিক লোক সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে লোনা পানি প্রবেশ ঠেকাতে সক্ষম হয়েছে। তবে জরুরিভিত্তিতে পাউবোর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া না হলে উপজেলা সদরের বিভিন্ন স্থাপনাসহ সমগ্র এলাকা কপোতাক্ষের লোনা পানির নিচে তলিয়ে যাবে। অন্যদিকে ¯øুইস গেটটি বন্ধ হয়ে যাওয়ায় ও এলাকার পানি নিষ্কাশনের পযার্প্ত ব্যবস্থা না থাকায় কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। এ বিষয়ে পানি উন্নয়ন বোডের্র আমাদি সেকশন কমর্কতার্ মশিউল আলম জানান, কয়রা এলাকার ওয়াপদা ভেড়িবঁাধের সমস্ত স্পশর্কাতর স্থানগুলোর সাবির্ক পরিস্থিতি উল্লেখপূবর্ক প্রতিবেদন ঊধ্বর্তন কতৃর্পক্ষের নিকট পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃর্পক্ষই সিদ্ধান্ত নেবেন। এদিকে উপজেলা নিবার্হী অফিসার শিমুল কুমার সাহা বলেন, ঘটনাস্থল পরিদশর্ন করা হয়েছে। জরুরিভাবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নিদের্শ দেয়া হয়েছে।