নদীতে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটছে বালুদস্যুরা!

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় গৌরঙ্গগঞ্জ নদী-তীরবতীর্ ইসলামপুর, বালিগঁাও, নুরপুর, তস্তিপুরসহ কয়েকটি গ্রামে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বালুদস্যুরা। এতে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা হুকমির মুখে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বালুদস্যুরা প্রথমে নদীর মধ্যে ড্রেজার বসায় পরে রাতের অঁাধারে নদীর তীর ঘেঁষে ফসলি জমির মাটি কাটা শুরু করে। গ্রামবাসী নিষেধ করলেও বালুদস্যুরা তা অমান্য করে মাটি কাটা অব্যাহত রাখে। এতে হয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বালুদস্যুদের লোকজনকে ধাওয়া দেয়। জমির মালিক আ. রশিদ শেখ ও আবু কালাম জানান, তারা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত নদীর তীরে গ্রাম ঘেঁষে ফসলি জমি মাটি কাটা শুরু করে। খবর পেলে গ্রামবাসী এগিয়ে গেলে বালুদস্যুরা মাঝনদীতে চলে যায়। শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, এই বালুদস্যু সিন্ডিকেটটি প্রভাবশালী হওয়ায় প্রায় সময় তারা নদীর তীরবতীর্ গ্রাম ঘেঁষে দিনরাত একাধিক ড্রেজার দিয়ে বালু কাটায় গৌরঙ্গগঞ্জ নদীর উভয়পাড়ের বিস্তীণর্ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, তারা অসহায় অবস্থার মধ্যে আছেন। ওইসব বালুদস্যুদের মাটি কাটায় বঁাধা দিলে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। তারা প্রাণের ভয়ে মুখ খুলতে পারছেন না। তারা প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাবিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। ওইসব বালুদস্যুদের ধরে আইনি ব্যবস্থা নেয়া হবে।