খোয়াই নদীর ঝুঁকিপূণর্ বঁাধ মেরামত শুরু

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের ফলে প্রতিবছরই ভয়াবহ রূপ ধারণ করে খোয়াই নদী। কিছুদিন পরপরই নদীর পানি বিপদসীমার ওপর উঠে গেলে নিঘুর্ম রজনী পার করেন হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকাবাসী। মাছুলিয়া ব্রিজ এলাকায় খোয়াই নদীর বঁাধ মারাত্মক ঝুঁকিপূণর্ হওয়ায় ভেঙে যাওয়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। অবশেষে মাছুলিয়া এলাকায় খোয়াইর ঝুঁকিপূণর্ বঁাধটি মেরামত কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর আতঙ্কও কমে গেছে। দীঘির্দনের এই দাবিটি পূরণ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মেরামত কাজ পরিদশর্ন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় তিনি সঠিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শ দেন। পরিদশর্নকালে স্থানীয়রাসহ আওয়ামী লীগ নেতা এবং সরকারি কমর্কতার্রা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পানি উন্নয়ন বোডের্র উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, এলাকাবাসীর দীঘির্দনের প্রাণের দাবি ছিল এই বঁাধ নিমার্ণ করা। ২টি প্যাকেজের মাধ্যমে ৪০ লাখ টাকা ব্যয়ে বঁাধের ঝুঁকপূণর্ ১৩০ মিটার মেরামত কাজ হচ্ছে। একটি প্যাকের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই অপর প্যাকেজের কাজ শুরু হবে। এই কাজ সমাপ্ত হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আর আতঙ্কিত হতে হবে না বলে আশাবাদী তিনি।