দৌলতদিয়া ঘাট

সিসি ক্যামেরা বিকল থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
সারাদেশে আলোচিত-সমালোচিত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। অপরাধপ্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত করা হয় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটকে। অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে ঘাটের বিভিন্ন গুরুত্বপূণর্ পয়েন্টে পুলিশের স্থাপিত সিসি ক্যামেরাগুলো দীঘির্দন ধরে বিকল রয়েছে। এতে করে বিভিন্ন অপরাধীচক্র নিবিের্ঘœ অপকমর্ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, ২০১৬ সালের জুন মাসে রাজবাড়ীর তৎকালীন পুলিশ সুপার জিহাদুল কবির উদ্যোগ নিয়ে দৌলতদিয়া ঘাটের গুরুত্বপূণর্ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেন। সিসি ক্যামেরাগুলো স্থাপনের পর থেকে দৌলতদিয়া ঘাটের দালালচক্রের দৌরাত্ম্য ও সাবির্ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাযর্করী ভ‚মিকা রেখে আসছিল। কিন্তু দীঘির্দন ধরে স্থাপতি সিসি ক্যামেরাগুলো বিকল হয়ে পড়ে আছে। অদৃশ্য কারণে এই ক্যামেরাগুলো সচল করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। এদিকে ঘাট-সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন, সিসি ক্যামেরা না থাকায় স্থানীয় দালালচক্র নিবিের্ঘœ তাদের কমর্কাÐ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দীঘর্ সময় যানবাহন আটকে থেকে ঘাটে সাধারণ যাত্রী ও চালকরা সীমাহীন দুভোর্গ পোহান। এ ছাড়া ছিনতাই ও পকেটমারের মতো ঘটনা তো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। বিআইডবিøউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দীঘির্দন ধরে সিসি ক্যামেরা অচল হয়ে পড়ে আছে। এতে করে ঘাট এলাকার বিভিন্ন অপরাধমূলক কমর্কাÐ দ্রæত সময়ের মধ্যে চিহ্নিত করা যাচ্ছে না। তবে বিআইডবিøউটিসি কতৃর্ক স্থাপিত যে তিনটি সিসি ক্যামেরা আছে, সেগুলো যাথারীতি সচল রয়েছে।