দুই পক্ষের সংঘষের্ নিহত ২

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

ভৈরব/চকরিয়া সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘষের্ সিদ্দিক মিয়া (৪২) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ৩০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘষের্র পর আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভতির্ করেন তাদের স্বজনরা। এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে ছিদ্দিক মিয়ার সাথে ঝগড়া হয় মেন্দিপুর এলাকার ইউপি মেম্বার মাহবুবুর রহমান ভোলার। পরে ওই দিনসহ গত তিন দিন যাবৎ দুই পক্ষের মাঝে কয়েকদফা সংঘষের্র ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘষের্ লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে সিদ্দিক মিয়া গুরুতর আহত হলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমাদের চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ছৈয়দুল করিম নামে এক ঘের কমর্চারী নিহত হয়েছেন। রবিবার ভোর রাতে দুই গ্রæপের গোলাগুলির পর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তরঘোনা বহলতলি এলাকার চিংড়িঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, রবিবার ভোররাত আনুমানিক আড়াইটার সময় ইউনিয়নের বহলতলী ঘোনায় আজিজ ও সেলিমের মধ্যে চিংড়ি জোন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে পালিয়ে যাওয়ার সময় ঘের কমর্চারী ছৈয়দুল করিম গুলিবিদ্ধ হয়। রবিবার সকালে বেড়িবাঁধের পাশে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।