চবির শাটল ট্রেনের সিডিউল বিপযর্য়, ভোগান্তিতে শিক্ষাথীর্রা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সাইফুল ইসলাম, চবি
চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শিক্ষাথীের্দর জন্য ক্যাম্পাসে যথেষ্ট আবাসনের ব্যবস্থা না থাকায় মোট শিক্ষাথীর্র প্রায় দুই-তৃতীয়াংশই বসবাস করে শহরের বিভিন্ন স্থানে। এ বিপুল সংখ্যক শিক্ষাথীর্র ক্যাম্পাসে আসা যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম শাটল ট্রেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে শাটল ট্রেনের শিডিউল বিপযর্য় চলছে। নিয়মিত ট্রেন না ছাড়ায় প্রতিনিয়ত বিপাকে পড়ছেন শিক্ষাথীর্রা। সময়মতো ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ করছেন। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম ঢাকা রুটে সিডিউলে বিপযের্য়র, কখনো বলছেন রাস্তায় দুঘর্টনা আবার কখনো কখনো বলছেন রাস্তায় মেরামতের কারণে। অথচ প্রতিনিয়ত দেখা যায় নষ্ট যত ইঞ্জিন দিয়েই চলছে শাটল। ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষাথীর্ আব্দুর রব হোসাইন জানান, আমাদের ২য় বষের্র পরীক্ষা চলছে। শহরে থাকি। তাই প্রতিদিন শাটলে যাতায়াত করতে হয়। গত এক সপ্তাহ যাবৎ যে কয়টা পরীক্ষা দিয়েছি প্রতিটি পরীক্ষায় বিলম্ব হয়েছে। অথচ এটার জন্য কোনো সময় বাড়িয়ে দেয়া হয় না। আজও ৯.৪৫ এর ট্রেন ১০টার পরে ছেড়েছে। ফলে পরীক্ষা হলে দেরিতে প্রবেশ করতে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, আমরা রেলওয়েকে বারবার এ বিষয়ে দৃষ্টি আকষর্ণ করেছি। ঢাকা-চিটাগাং রুটের শিডিউল বিপযের্য়র কারণেই বিশ্ববিদ্যালয় শাটলে শিডিউল বিপযর্য় বলে জানিয়েছেন তারা।