বড়পুকুরিয়া ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছে গ্রামবাসী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে লোপাট হওয়া এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা ঘাটতির ঘটনায় জড়িত খনির দুনীির্তবাজ কমর্কতার্ ও প্রভাবশালী হোতাদের বিচার ও গ্রামবাসীদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছে খনির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও ২০১৮ সালের বহুল আলোচিত খনি থেকে এক লাখ ৪৪ হাজার টন কয়লা ঘাটতির সাথে জড়িত তৎকালীন খনির দুনীির্তবাজ কমর্কতার্ ও তাদের হোতা প্রভাবশালী মহলের বিচারের দাবিতে বড় রকমের আন্দোলনে নামার প্রস্তুতি হিসেবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক শুরু করছেন খনির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন ২০ গ্রাম সমন্বয় কমিটি। গত এক সপ্তাহর ব্যবধানে সমন্বয় কমিটির উদ্যোগে ১০টি গ্রামে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন তারা। ২০ গ্রাম কমিটির সমন্বয়ক মশিউর রহমান বুলবুল আরো বলেন, কয়লা লোপাটের হোতা ও সেই সময়ের খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দিন আহম্মেদ ও সচিব আবুল কাশেম প্রধানিয়া ও তাদের অনুসারী কয়েকজন কমর্কতাের্ক সেই সময় খনি থেকে বদলি করা হলেও তারা অন্যত্র বহাল তবিয়তে চাকরি করছে এবং সেখান থেকে বড়পুকুরিয়া কয়লা খনিটিকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য তিনি অনতিবিলম্বে^ দুনীির্তবাজ কমর্কতাের্দর শাস্তির দাবি জানান।