রংপুরে বস্তি উচ্ছেদ আতঙ্ক পুনবার্সনের দাবি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে রেললাইনে গড়ে ওঠা বস্তির বানভাসী শতাধিক লোক উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রেলওয়ে বস্তি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা উচ্ছদ আতঙ্কের কথা জানান। বস্তি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আবু তালেব জানান, রেলবস্তিতে যারা বসবাস করছেন, তাদের প্রত্যেকেই তিস্তা, ধরলা ও পদ্মাসহ বিভিন্ন নদ-নদীর বানবাসি। স্বাধীনতার পর নদী ভাঙনের শিকার হয়ে তারা রংপুর রেললাইনের ধারে বসবাস শুরু করেন। সেখানে ৯৪টি পরিবার বসবাস করছে। তারা নগরীর রাস্তার ধারে চানাচুর, চা, বাদাম, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে জীবিকানিবার্হ করছেন। সংবাদ সম্মেলনে তিনি উচ্ছেদ আতঙ্কের কথা জানিয়ে বলেন, তাদের রেলবস্তি থেকে এক মাসের মধ্যে উওঠে যাওয়ার জন্য চিঠি দিয়েছে পশ্চিমাঞ্চলীয় লালমনিরহাট রেল বিভাগ। এ জন্য তাদের স্থায়ীভাবে পুনবার্সনের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। তার দাবি, জেলা প্রশাসন তাদের গুচ্ছগ্রামে ঠঁাই দেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পযর্ন্ত ওই আশ্বাসের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, আগে বস্তিবাসীদের উঠে যেতে হবে। পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।