সড়ক দুঘর্টনা

তিন জেলায় নিহত ৪

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় শনিবার সড়ক দুঘর্টনায় চারজন নিহত হয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারায় এক, দিনাজপুর ফুলবাড়ীতে এক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া সুগার মিলের ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুমি খাতুন (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকালের দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ীপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত সুমি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বিপুল হোসেনের স্ত্রী। ভেড়ামারা মডেল থানার খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমি আত্মীয় বাড়ী থেকে তার স্বামীর বিপুল ও সন্তানের সঙ্গে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাগগাড়ীপাড়া এলাকায় কুষ্টিয়া সুগার মিলের আখবোঝাই ট্রলির ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে যান। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুমি ঘটনাস্থলেই মারা যান। ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ীতে সড়ক দুঘর্টনায় মইনুদ্দিন (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বেজাই মোড় নামক স্থানে এই দুঘর্টনা ঘটে। নিহত মইনুদ্দিন উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের ময়েজ মÐলের ছেলে। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, মইনুদ্দিন নিজ বাড়ী গনিপুর থেকে রিকশা-ভ্যানযোগে বেজাই মোড় আসার পর মেইন সড়কের পাশে দঁাড়িয়ে ভ্যানের ভাড়া পরিশোধ করার সময় পিছনদিক থেকে আসা অটো রিকশা ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক রেজাউল করিম মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও এক নারী আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন মুগদা এলাকার হৃদয় গাজী (৩০), মুগদা ঝিলপাড় এলাকার জাফর মিয়ার কন্যা শারমীন আক্তার (১৮) এবং আহত হলেন গাজীপুরের মীরেরগাঁও এলাকার নুর আলমের কন্যা অঁাখি আক্তার (১৬)। তারা তিনজনই ছিলেন নৃত্যশিল্পী। ভুলতা পুলিশ ফঁাড়ির ইনচাজর্ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে নরসিংদীতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অঁাখি এবং শারমীন আক্তারকে সঙ্গে নিয়ে হৃদয় গাজী মোটর সাইকেলযোগে ঢাকার নিজ বাড়ি মুগদায় ফিরছিলেন। পথিমধ্যেই উপজেলার আউখাব এলাকায় পেঁৗছলে ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে দ্রæতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটর সাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় আরেকটি দ্রæতগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় গাজী ও শারমীন আক্তারের মৃত্যু হয়। এ সময় অঁাখি আক্তার গুরুতর আহত হন। পরে ভুলতা ফঁাড়ির পুলিশ গুরুতর আহত অবস্থায় অঁাখি আক্তারকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভতির্ করানো হয়।