বিদ্যালয়ের মাঠে পানি শিক্ষাথীের্দর দুভোর্গ

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে দীঘির্দন যাবৎ বৃষ্টির পানি জমে থাকায় ওই বিদ্যালয়ের শিক্ষাথীের্দর চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করায় ওই ভবন তৈরির মালামাল বিদ্যালয়ের মাঠে রাখার কারণেও শিক্ষাথীের্দর ক্রীড়াচচার্ বন্ধ রয়েছে। জানা গেছে, বৃষ্টির পানি, ময়লা-আবজর্না, ভবন তৈরির মালামাল রাখায় বিদ্যালয়ের মাঠে হচ্ছে না সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন। স্কুলের বারান্দায় বা মাঠের শুকনা জায়গায় শিক্ষাথীের্দর শরীরচচার্ ও শপথবাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশন হলেও দীঘির্দনেও মাঠের জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বিদ্যালয় কতৃর্পক্ষ। এ কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ শিক্ষাথীর্রা। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এই মাঠটিই শিক্ষাথীের্দর ক্রীড়াচচার্র একমাত্র মাঠ। বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন সাধন হলেও নিচু রয়ে গেছে মাঠটি। ফলে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে ওই মাঠে। এতে বছরের অধিকাংশ সময় ওই মাঠটিতে কঁাদা জমে থাকে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, বষার্ মৌসুমে মাঠে পানি জমে খেলার বিঘœ হয়। এ ছাড়াও যত্রতত্র নিমার্ণসামগ্রী রাখায় মাঠের আগের পরিবেশ নেই। তবে স্কুলের বারান্দায় বা মাঠের শুকনা জায়গায় শিক্ষাথীের্দর শপথবাক্য পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উপজেলা নিবার্হী কমর্কতার্ আশ্রাফ আহমেদ রাাসেল জানান, উল্লেখিত মাঠটি উপজেলা সদরের মাধ্যমিক স্তরের একমাত্র খেলার মাঠ। এখানে ম্যানেজিং কমিটির সদস্যদের আগেই দায়িত্বশীল হওয়া উচিত ছিল।