বকশীগঞ্জে দুনার্ম ঘোচাতে চায় আ’লীগ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের প্রথম ধাপের নিবার্চনে কোমর বেঁধে মাঠে নেমেছে উপজেলা আওয়ামী লীগ। ১০ মাচর্ বকশীগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নিবার্চনে আওয়ামী লীগের অতীত ইতিহাস কবর রচনা করে দুনার্ম ঘোচাতে চায় স্থানীয় আওয়ামী লীগ। এ জন্য আওয়ামী লীগের প্রাথীের্ক জেতাতে একাট্টা হয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের কাযার্লয়ে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা এই উপজেলায় যেকোনো মূল্যে জয় নিশ্চিত করতে চায়। জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে একবারও চেয়ারম্যান পদে জয়ের মুখ দেখেননি আওয়ামী লীগ। প্রথম উপজেলা পরিষদ নিবার্চনে জাতীয় পাটির্র অধ্যাপক সোলাইমান হক এবং পরের তিনবার বিএনপির বহিষ্কৃত নেতা আবদুর রউফ তালুকদার টানা জয় পান। এবার পঞ্চমবার উপজেলা নিবার্চনেও আবদুর রউফ তালুকদার প্রাথীর্ হয়েছেন। কিন্তু এবার বাদ সেধেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। তিনি এবার আওয়ামী লীগের প্রাথীর্ হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। সাইফুল ইসলাম বিজয়কে মনোনয়ন দেয়ায় দলীয় কোন্দল ভুলে সবাই এককাতারে এসে দঁাড়িয়েছেন। শুক্রবার দলীয় কাযার্লয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আবু জাফর সাফ জানিয়ে দেন জনগণকে হাতেপায়ে ধরে হলেও নৌকার পক্ষে আনতে হবে। সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের সামনে তুলে ধরতে হবে। ভোটারদের ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে। এ জন্য সকল নেতাকমীের্দর একসঙ্গে কঁাধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান এই সহসভাপতি। সাইফুল ইসলাম বিজয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হওয়ায় এবার তো কমীর্রাও পুরোদমে মাঠে কাজ করছেন। তৃণমূলের নেতাদের সাথে সুসম্পকর্ রয়েছে তার। সবাই তাকে কমীর্বান্ধব নেতা হিসেবেই জানে। ২০ ফেব্রæয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলে একযোগে মাঠে নেমে পড়বেন দলীয় নেতাকমীর্রা। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রাথীর্ সাইফুল ইসলাম বিজয় বলেন, সারাদেশে যে উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতায় এবার এই উপজেলায় নৌকার জয় হবে। ভোটাররা এখন অনেক সচেতন তাই ভেবেচিন্তে উন্নয়নের জোয়ার বিবেচনা করে নৌকায় ভোট দেবেন।