উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা Ñযাযাদি
শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগুলোতে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেহাল দশা বিরাজ করছে। সহকারী ও উপসহকারী স্বাস্থ্য কমর্কতাের্দর দিয়ে চলছে এসব স্বাস্থ্যকেন্দ্র। ফলে কেন্দ্রগুলো থেকে উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে এসব উপস্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ওষুধ সংকট। আর এ অজুহাতে প্রায়ই কমর্স্থলে অনুপস্থিত থাকছেন চিকিৎসকরা। বতর্মানে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠাÐাজনিত নানান রোগীর সংখ্যা। কিন্তু চিকিৎসকের অনুপস্থিতি আর প্রয়োজনীয় ওষুধের অভাবে গ্রামের হতদরিদ্র রোগীরা হতাশা হয়েই বাড়ি ফিরছেন। পোরজনা উপস্বাস্থ্য কেন্দ্রে গেলে দেখা যায়, নানা সংকটের কথা। কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায় ময়লা আবজর্না আর চেয়ার টেবিলের ভাঙাচোরা। একমাত্র টয়লেট পরিত্যক্ত আছে ১ যুগের বেশি সময় ধরে। স্বাস্থ্য সহকারীদের বসার মতো চেয়ার টেবিল নড়বড়ে হয়ে আছে। অনেক জায়গায় দেয়ালের চুন সুরকি উঠে প্লাস্টার খসে পড়ছে। পোরজনা উপস্বাস্থ্য কেন্দ্রটির ডাক্তার এসএসসি পরীক্ষার ডিউটি উপলক্ষে আয়োজিত মিটিংয়ে যোগ দিয়েছেন। সকাল থেকে ৭০-৮০ জন রোগী দেখেছেন। রোগীর চাহিদা অনুযায়ী পযার্প্ত ওষুধ সরবরাহ নেই। একই অবস্থা পুঠিয়া উপস্বাস্থ্য কেন্দ্র, নরিনা উপস্বাস্থ্য কেন্দ্র, করশালিকা উপস্বাস্থ্য কেন্দ্র, কায়েমপুর উপস্বাস্থ্য কেন্দ্র, রতনকান্দী উপস্বাস্থ্য কেন্দ্রগুলোরও। স্বাস্থ্য সহকারীরা জানান, চেয়ার, বেঞ্চ ও অবকাঠামোগত সমস্যার কথা ঊধ্বর্তন কতৃর্পক্ষকে জানানো হয়েছে লিখিতভাবে। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, এসব স্বাস্থ্য কেন্দ্রে সহকারী ও উপ-সহকারীদের দিয়ে চলে রোগী দেখার কাজ।