শতবষের্ ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমারের ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়টি শতবষের্ পদাপর্ণ করেছে। ১৯১৯ সালে স্থাপিত হয়। শতবষের্র এই বিদ্যাপিঠ থেকে পড়ালেখা করে বতর্মানে অনেকে ডাক্তার, প্রশাসনিক কমর্কতার্, আইন পেশাসহ উচ্চপদস্থ কমর্কতার্ আছেন। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষাথীর্ বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মজিবুল হক বতর্মানে আন্তজাির্তক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কমর্রত রয়েছেন। জানা গেছে, ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের জায়গায় এর যাত্রা শুরু করে। পরে সিও অফিস সংলগ্ন বালক শিক্ষাথীের্দর নিয়ে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। বতর্মান প্রধান শিক্ষক রবিউল আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমনও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষাথীর্। আগামী মাচর্ থেকে জুন মাসের মধ্যে শতবষর্পূতির্ পালন করা হবে।