সরাইলে চেয়ারম্যান প্রাথীর্ রফিকের গণসংযোগ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ নিবার্চনে প্রাথীর্ হিসেবে পাকশিমুল ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন আলহাজ রফিক উদ্দিন ঠাকুর। আলহাজ রফিক উদ্দিন ঠাকুর বিগত ২০০৯ সালে নিবার্চনে আওয়ামী লীগের মনোনীতপ্রাথীর্ হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করে ৩৮ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। আলহাজ রফিক উদ্দিন ঠাকুর আশি দশকে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, ১৯৮৬ সালে থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে সরাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৫ সালে সাধারণ সম্পাদক হন। তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তিনি দীঘির্দন যাবৎ আওয়ামী লীগের দলীয় কাযর্ক্রমে গুরুত্বপূণর্ ভ‚মিকা পালন আসছেন। এ ছাড়া তিনি উপজেলার প্রতিটি গ্রামের মানুষের সাথে সুসম্পকর্ বজায় রেখে আসছেন। তিনি উপজেলার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্ব অবদান রেখেছেন। উপজেলার সরাইল পাইলট বালিকা বিদ্যালয়ের পরপর ৬ বার সভাপতি হন। তৃণমূলের সনাতন ধমার্বলম্বী নেতা শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের বিধান সরকার বলেন রফিক ভাই মাটি ও মানুষের নেতা, তাকে আমরা উপজেলা চেয়ারম্যন হিসেবে দেখতে চাই।