বাল্যবিয়ের বিরুদ্ধে চারশ’ কিশোরীর শপথ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়ায় এবার মাধ্যমিক পযাের্য়র পঁাচটি শিক্ষা প্রতিষ্ঠানের চারশত কিশোরীর সঙ্গে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিলেন কাজী, ইমাম ও ইউপি সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজ মাঠে ছাত্রীদের সঙ্গে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের বিভিন্ন মসজিদের ২১ জন ইমাম, একজন কাজী এবং ৯ জন ইউপি সদস্য এ শপথ নেন। ইউএনও নাসরিন বানু তাদের শপথবাক্য পাঠ করান। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলাবিষয়ক কমর্কতার্ হাবিবা খাতুন প্রমুখ।